বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল

বগুড়ায় দুর্বৃত্তের হামলায় ফোরকান (৩৬) নামে এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শাজাহানপুর উপজেলার ফুলতলা বাজার এলাকায় তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ফোরকান শহরের ফুলতলা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তার নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার বিকেলে ফুলতলা বাজার এলাকায় ফোরকানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফোরকানের নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

সাখাওয়াত হোসেন জনি/এএম