রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে মোহাম্মদ নূর ছালাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (০১ আগস্ট) ভোর রাতে ৪ নং রোহিঙ্গা ক্যাম্প মধুরছড়ায় এ ঘটনা ঘটে।
রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই গ্রুপের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
সাইদুল ফরহাদ/এসপি
বিজ্ঞাপন