রোহিঙ্গাদের বাগান ও মাছের প্রজেক্ট দেখে মুগ্ধ স্বরাষ্ট্রমন্ত্রী
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে কৃষি বাগান ও মাছের প্রজেক্ট দেখে মুগ্ধ হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কৃষি বাগান-মাছের প্রজেক্ট পরিদর্শন করেন তিনি।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভাসানচর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। এখানে রোহিঙ্গাদের কৃষিকাজে সফলতা আসছে। রোহিঙ্গাদের জন্য দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ধারণের উপকরণসমূহ কাজে এসেছে।
বিজ্ঞাপন
নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের কৃষি বাগান-মাছের প্রজেক্ট দেখে মুগ্ধ হয়েছেন এবং রোহিঙ্গারা যেন বেশি বেশি কৃষি কাজ করেন সেজন্য উৎসাহিত করেন।
বিজ্ঞাপন
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মন্ত্রী ১টা ১০ মিনিটে হেলিকপ্টারে ভাসানচর আসেন। তারপর মেঘনা কটেজে অবস্থান করেন। সেখানে কোস্ট গার্ডের ভাসানচর ক্যাম্প এলাকাটি ড্রোনের মাধ্যমে নিরীক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর মেঘনা কটেজের পাশে বৃক্ষরোপণ করেন।
শহীদুল ইসলাম আরও বলেন, মেঘনা কটেজ থেকে ভাসানচর কোস্ট গার্ড স্টেশনের উদ্দেশে রওয়ানা করেন এবং বিসিজি ব্যারাক পরিদর্শন করেন। এরপর ব্র্যাকের কৃষি বাগান এবং মাছের প্রজেক্ট পরিদর্শন করেন। তারপর ৪টা ২৮ মিনিটে ভাসানচর থেকে হেলিকপ্টারযোগে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা করেন।
এ সময় কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী, ভাসানচরের পিডি এম. রাশেদ সাত্তার, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/এসকেডি