রাঙ্গামাটিতে গণপরিবহন বন্ধ, ছাড়েনি দূরপাল্লার বাসও
শুক্রবার রাত থেকে সারাদেশে জ্বালানি তেলের আকস্মিক মূল্য বৃদ্ধির কারণে শনিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকেই রাঙ্গামাটিতে বন্ধ হয়ে গেছে শহরের একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা। পাশাপাশি বন্ধ আছে দূরপাল্লার বাস চলাচলও।
রাঙ্গামাটি-চট্টগ্রামসহ রাঙ্গামাটি-খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি-বান্দরবান রুটে চলাচল করা সকল প্রকার যানবাহন বন্ধ রয়েছে। যাতায়তকারী স্থানীয় মানুষজনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকরাও পড়েছেন বিপাকে।
চট্টগ্রামগামী যাত্রী পার্থ সেন বলেন, আজ আমার চট্টগ্রামে একটি চাকরিতে যোগদানের কথা রয়েছে। সকালে কাউন্টারে এসে দেখি বাস ছাড়ছে না। হঠাৎ করেই জনসাধারণকে এমন বিপদে ফেলার কোনো মানেই হয়না।
রাঙ্গামাটির স্থানীয় বাসিন্দা শেফালিকা চাকমা বলেন, সকালে সন্তানকে নিয়ে স্কুলে নামিয়ে দিয়ে বাসায় যাই। স্কুল ছুটির সময় বাসা থেকে বেরিয়ে দেখি শহরের একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা চলছে না। এখন হেঁটে হেঁটে স্কুল গিয়ে বাচ্চাকে নিয়ে বাসায় যাচ্ছি। এভাবে পূর্ব ঘোষণা ছাড়াই গণপরিবহন বন্ধ করে দেওয়া যুক্তিসঙ্গত নয় বলে মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
এ ব্যাপারে জানতে চাইলে রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়াতে আমরা চালকরাও বিপদে পড়ে গেছি। কত টাকা ভাড়া নেব তা নির্দিষ্ট না হওয়াতে যাত্রীদের সঙ্গে আমাদের বাকবিতণ্ডায় জড়াতে হচ্ছে। তাই সুষ্ঠু সমাধান এবং ভাড়া সমন্বয়ের জন্য আমরা প্রশাসনের সঙ্গে মিটিংয়ে বসেছি। প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত শহরে সিএনজি অটোরিকশা বন্ধ থাকবে।
কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সড়কে পরিবহন বন্ধ হয়ে যাওয়াতে চরম বিপাকে পড়েছেন সড়কে চলাচল করা যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার, নতুন বাসস্ট্যান্ড, বনরুপা, কলেজ গেটসহ শহরের গুরুত্বপূর্ণ বাস কাউন্টারগুলো খোলা থাকলেও টিকিট বিক্রি ছিল বন্ধ। চট্টগ্রামগামী লোকাল গণপরিবহন দ্রুতযান সার্ভিস, পাহাড়িকা বাস সার্ভিসসহ রাঙ্গামাটি-চট্টগাম-খাগড়াছড়ি-বান্দরবান রুটে কোনো বাস ছেড়ে যায়নি।
বিজ্ঞাপন
এ বিষয়ে রাঙ্গামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, সরকার এ বিষয়ে বিকেল ৫টায় মিটিং কল করেছে। সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণে আমরা আগামীকাল (৭ আগস্ট) ১১টায় পরিবহন সংস্থাগুলোর সঙ্গে মিটিংয়ে বসব। আমি উনাদের অনুরোধ করেছি গাড়ি বন্ধ না রেখে আজ একদিন গাড়ি চালানোর জন্য। এতে তেমন কোন ক্ষতি হবে না। এখন দেখি উনারা কি করে।
মিশু মল্লিক/এমএএস