কুমিল্লায় হাপানিয়া ফয়জুল উলুম আলিম মাদরাসার চারতলা ভবনের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এর সহকারী একান্ত সচিব (এপিএস) কেএম সিংহ রতন।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের পক্ষে জেলার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের টুয়া গ্রামের ওই মাদরাসার বহুতল ভবনের উদ্বোধন করেন মন্ত্রীর এপিএস কেএম সিংহ রতন।  

হাপানিয়া ফয়জুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নেছার উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্রবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মর্তুজা মুকুল, মক্রবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. জাহাঙ্গীর আলম মজুমদার, মোবারক হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ।

এমএএস