বাগেরহাটে অবস্থিত রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া বৈদ্যুতিক সরঞ্জামসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (১১ আগস্ট) গভীর রাতে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
 
এ সময় চুরি যাওয়া কপার ফ্লাট ১টি, কপার ক্যাবল ১১ কেজি এবং ২টি কপার কন্ডাকটার উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

গ্রেপ্তাররা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার মো. আসাদ শেখ (৩২), মো. সোহেল শেখ (২১), মোংলা উপজেলার সুব্রত রায় (২১) এবং বাগেরহাট সদরের মো. রাসেল (৩৮)।

র‌্যাব ৬ এর কর্মকর্তা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, গত ৯ ও ১০ আগস্ট রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কোম্পানির সাইড ইনচার্জ লিখিত অভিযোগ দেন। 

পরবর্তীতে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে চুরির ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ ঘটনায় রামপাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তানজীম আহমেদ/আরআই