পিরোজপুরে নেছারাবাদ উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নে পেয়ারা বাগান ভ্রমণ করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত এইচ ই মাকাওয়াদি সুমিতমোর।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে নেছারাবাদ এসে পৌঁছান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন ও নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন তাকে স্বাগত জানান।

এ সময় রাষ্ট্রদূত এইচ ই মাকাওয়াদি সুমিতমোরের সঙ্গে তার দূতাবাসের কর্মকর্তারাও ছিলেন।

রাষ্ট্রদূত সুমিতমোর উপজেলার আটঘর-কুড়িয়ানা এলাকার পেয়ারা বাগানের নৈসর্গিক সৌন্দর্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে তিনি ভাসমান পেয়ারার হাট ও স্বরূপকাঠীর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, থাই রাষ্ট্রদূত এইচ ই মাকাওয়াদি সুমিতমোর আমার সঙ্গে থাইল্যান্ড-বাংলাদেশের পর্যটনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তাকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন পর্যটনের এলাকা ও এ খাতে বিনিয়োগের বিষয়ে অবগত করেছি।

উল্লেখ্য, থাইল্যান্ডের রাষ্ট্রদূত এইচ ই মাকাওয়াদি সুমিতমোর ও তার দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশের বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে দেখছেন। তারই অংশ হিসেবে স্বরূপকাঠী উপজেলার আটঘর-কুড়িয়ানা এলাকার পেয়ারা বাগান ভ্রমণে এলেন।

মো. আবীর হাসান/এনএ