প্রচণ্ড ঢেউ আর বাতাসে মেঘনায় পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। রোববার (১৪ আগস্ট) দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীর উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া বল্কহেডটিতে ৩২০ মেট্রিক টন পাথর ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল। তিনি জানান, পাথর নিয়ে সুনামগঞ্জ থেকে ভোলার উদ্দেশ্যে যাচ্ছিল এমবি রায়হান-১১ নামক বাল্কহেডটি। বৈরী আবহাওয়ার কারণে উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছলে ডুবে যায়। তবে বাল্কহেডের চারজন চালককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।  

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুননবী জানান, বাল্কহেডটি মেঘনায় কাত হতে হতে উল্টে যায়। বাল্কহেডটির নীচের অংশ পানির ওপর থেকে দেখা যাচ্ছে। বাল্কহেডটি উদ্ধার কাজ শুরু করতে সময় লাগবে।

সৈয়দ মেহেদী হাসান/এমএএস