পিরোজপুরের নাজিরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী গ্রন্থাগারিক মারা গেছেন। রোববার (১৪ আগস্ট) দুপুরে আহত অবস্থায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

নিহত মাকসুদা বেগম (৪৩) উপজেলার কলারদোয়ানিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক। তিনি উপজেলার লেবুজিলবুনিয়া গ্রামের নূরে আলমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মাকসুদা বেগম বাড়ি থেকে ভ্যানে করে বিদ্যালয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই তার ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে গেলে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে  স্থানীয়রা তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে পিরোজপুরে পাঠানো হয়। পিরোজপুর যাওয়ার পর দুপুরে তিনি মারা যান।

নিহতের স্বামী নূরে আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বড় মেয়ে সপ্তম শ্রেণিতে আর ছোট ছেলে চতুর্থ শ্রেণিতে পড়ে। আমার সন্তানরা এতিম হয়ে গেল। একটু অসাবধানতার কারণে আজ তাকে এত অল্প সময়ে হারাতে হলো। চলাফেরায় আর একটু সাবধানতা অবলম্বন করলে আমাদের এত বড় ক্ষতি হতো না।

আবীর হাসান/এসপি