কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মারুফ (২১) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। সোমবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে কলাতলির ডিভাইন পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটকের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। এ ঘটনায় আরেকজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছেন লাইফ গার্ডের সদস্যরা।
বিজ্ঞাপন
সি সেফ লাইফ গার্ডের ইনচার্জ ওসমান গণি জানান, তিন বন্ধু মিলে সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা সাগরে তলিয়ে যান। তবে একজন কোনোভাবে কূলে ফিরে আসলেও দুইজন ভেসে যায়। খবর পেয়ে অদূরে থাকা লাইফ গার্ডের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। তবে অন্যজনের সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে তৎপরতা চলছে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার পর্যটককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগর এখনো উত্তাল রয়েছে। এই জন্য পানি না নামতে পর্যটকদের কঠোরভাবে নিষেধ করা হচ্ছে। কিন্তু কেউ নিষেধ মানছেন না।
বিজ্ঞাপন
সাইদুল ফরহাদ/আরএআর