বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারে ভাসতে থাকা ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সোমবার (১৫ আগস্ট) সকালে বঙ্গোপসাগরের শ্যালারচর এলাকা থেকে ‘ছোট হুজুরের দোয়া’ নামক ফিশিং ট্রলারসহ জেলেদের উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত জেলেদের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। ছোট হুজুরের দোয়া ফিশিং ট্রলারে গত ১২ আগস্ট ভান্ডারিয়া উপজেলা থেকে জেলেরা মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যান। ১৩ আগস্ট সকাল থেকে ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকে।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার এম মামুনুর রহমান বলেন, রোববার (১৪ আগস্ট) রাতে ৯৯৯ থেকে আসা একটি ফোন কলের মাধ্যমে জানতে পারি ইঞ্জিন বিকল হয়ে একটি ফিশিং ট্রলারে ১৩ জন জেলে বঙ্গোপসাগরে ভাসছেন। আমরা ভাসতে থাকা জেলেদের নিরাপদে উদ্ধার করেছি। একটি ট্রলারে করে তারা শরণখোলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা সবাই সুস্থ রয়েছেন। 

তিনি আরও বলেন, জেলেরা ভাসতে ভাসতে শ্যালারচর এলাকায় আসেন। সেখান থেকে টেলিটক ফোন দিয়ে  ৯৯৯ এ ফোন করে তাদের সমস্যার কথা জানান। 

তানজীম আহমেদ/আরএআর