রেললাইন পার হতে গিয়ে প্রাণ গেল মা-ছেলের
গুণবতী রেলওয়ে স্টেশন
কুমিল্লার চৌদ্দগ্রামে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার গুণবতী রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার গুণবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মানিক মজুমদারের স্ত্রী সুমি বেগম (২৩) ও ছেলে মাখলাশ (২)।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন একই সঙ্গে গুণবতী রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় সুমি বেগম তার কোলে থাকা দুই বছরের ছেলে মাখলাশকে নিয়ে রেললাইন পার হতে গিয়ে সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঢাকা পোস্টকে জানান, গুণবতী রেলওয়ে স্টেশনে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মা ও ছেলে মারা গেছে। পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
ইশতিয়াক আহমেদ/আরএআর