নিহত অহিদ মিয়া

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার অহিদ মিয়া (৫০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ আগস্ট) স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত যুবক অহিদ মিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বুরুদিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। তিনি সৌদি আরবের মক্কায় সিজার নামে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, অহিদ মিয়া অনেক দিন ধরেই সৌদি আরবে রয়েছেন। তিনি মক্কায় সিজার নামে একটি কোম্পানিতে কাজ করতেন। প্রতিদিনের মতো আজও তিনি মক্কায় সড়কে কাজ করছিলেন। সড়কে কাজ করা অবস্থায় তাকে একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসকে রাসেল/আরআই