পিকনিক অনুষ্ঠান চলাকালে আমগাছ ভেঙে পড়ে দুজনের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় পিকনিক পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে প্যান্ডেলের পাশের মরা আমগাছ ভেঙে পড়ে দুজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আটজন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার মল্লিকবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন মল্লিকবাড়ি গুবুদ্দা গ্রামের সূর্য মিয়ার ছেলে নাসির উদ্দীন (৩৩) ও একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শহিদ মিয়া (৩৫)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার মল্লিকবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জামালপুরের লুইস ভিলেজে পিকনিক অনুষ্ঠিত হয়। পিকনিকের বিভিন্ন পর্বের পুরস্কার বিতরণের জন্য মল্লিকবাড়ি বাজারে অনুষ্ঠানের আয়োজন করে ব্যবসায়ী সমিতি। রাত ১০টার দিকে অনুষ্ঠানস্থলের প্যান্ডেলের পাশের পুরোনো মরা আমগাছ হঠাৎ ভেঙে পড়ে। 

গাছটি অতিথির চেয়ারের ওপর পড়ায় ১০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, অনুষ্ঠানস্থলের পাশের মরা আমগাছ ভেঙে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উবায়দুল হক/এএম