সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাতটায় দক্ষিণ সুরমা থানার রশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এর আগে নিহতরা হলেন সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান (৩৩), এনা পরিবহনের বাসেরচালক ওসমানীনগর উপজেলার ধরখা গ্রামের মঞ্জুর আলী (৩৮), এনার সুপারভাইজার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিঠাভরা গ্রামের সালমান খান (২৫), হেলপার ধরখা গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৪), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার রাজানিয়াকান্দি পশ্চিম পাড়ার নুরুল আমিন (৫০), ঢাকার ওয়ারী এলাকার নাদিম আহমদ সাগর (২৯) ও সিলেট নগরের আখালিয়া এলাকার শাহ কামাল (২৭)।

পরে দুপুর সোয়া ১২টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার বাংলা বাজার এলাকার রহিমা বেগম (২৬) নামের একজনের মৃত্যু হয়।

এদিকে চিকিৎসক ইমরান খানের স্ত্রী চিকিৎসক শারমিন আক্তার অন্তরা (২৯) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। অন্তরা বিশেষ বিসিএস পরীক্ষার্থী ছিলেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রশিদপুর এলাকার একটি কালভার্টের ওপরে এ দুর্ঘটনা ঘটেছে। লন্ডন এক্সপ্রেস ঢাকা ও এনা বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। তবে লন্ডন এক্সপ্রেস বাসটি সড়কের ঠিক মাঝখান দিয়ে দ্রুতগতিতে চলছিল। আর এতেই ঘটে দুর্ঘটনা।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন প্রায় ২০ জন। তাদের সবাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সকাল সাড়ে ৯টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ মো. জয়নাল ঢাকা পোস্টকে বলেন, আহতদের মধ্যে হাসপাতালে আসার পর তিনজন মারা গেছেন।

তুহিন আহমদ/এনএ