নাটোরে পৃথক ঘটনায় নারীসহ তিন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গুরুদাসপুরে পুকুরে ভাসমান যুবক, সিংড়ায় পানিতে ডুবে শিশু ও নলডাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) গুরুদাসপুর, সিংড়া ও নলডাঙ্গা উপজেলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় ব্যক্তিরা জানান, নাটোর জেলার গুরুদাসপুরে পুকুর থেকে উজ্জ্বল হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার তালবাড়িয়া গ্রামের একটি পুকুর থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উজ্জ্বল হোসেন (৩২) পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, বৃহস্পতিবার আনুমানিক সকাল ৭টায় স্থানীয়রা একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তি উজ্জ্বল হোসেন পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার সিরামপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তির মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এ ছাড়া বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেন। মরদেহটি উদ্ধার করে নাটোর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো মামলা করা হয়নি।

অন্যদিকে নাটোরের সিংড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সিয়ামনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সিংড়া উপজেলার শ্রীকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়ামনি একই গ্রামের সবুজের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম।

এ ছাড়া নাটোরের নলডাঙ্গায় একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন, পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে তার মৃত্যু হয়।

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত মাস্টার উজ্জল আলী বলেন, বিষয়টি সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে।

তাপস কুমার/এনএ