ওরসফেরত গাড়ির চাপে দৌলতদিয়ায় দীর্ঘ যানজট
দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দীর্ঘ যানজট
ফরিদপুরের আটরশির ওরসফেরত গাড়ির চাপে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পদ্মা পারি দিতে ফেরিতে উঠতে এসব গাড়িকে অন্তত তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর থেকেই দৌলতদিয়া-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এমন চিত্র দেখা যায়।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের ফিডমিল পর্যন্ত প্রায় চার কিলোমিটার লম্বা গাড়ির লাইন। কোথাও দুই লাইন, আবার কোথাও এক লাইনে গাড়ি দাঁড়িয়ে আছে। এর মধ্যে অধিকাংশ যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক এবং ফরিদপুরের আটরশি ওরসফেরত গাড়ি। আবার দৌলতদিয়া ঘাটে যানজট এড়ানোর জন্য ১৩ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে আলাদিপুরের জুট মিল এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক জুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
জানা গেছে, ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকির মঞ্জিলের (আটরশি) ওরসফেরত গাড়ির চাপে দুপুর থেকে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পায় দৌলতদিয়ায়। ফলে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি এবং রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন তৈরি হতে থাকে। এতে শিশু, নারী ও বৃদ্ধরা চরম বিপাকে পড়েছেন। দীর্ঘ সময় সিরিয়ালে আটকে থেকে বিরক্ত হয়ে অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে বা রিকশায় লঞ্চ ও ফেরি ঘাটের দিকে রওনা হয়েছেন।
বিজ্ঞাপন
ধামরাই থেকে যাত্রী নিয়ে ফরিদপুরের আটরশি গিয়েছিলেন বাসচালক মো. আফজাল মোল্লা। শুক্রবার সকালে ওরস শেষে ধামরাই ফিরতে গিয়ে দৌলতদিয়া ঘাট থেকে প্রায় চার কিলোমিটার দূরে মহাসড়কের লম্বা লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি।
বাসচালক মো. আফজাল মোল্লা ঢাকা পোস্টকে বলেন, প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছি। ফেরির নাগাল পেতে মনে হয় আরও ঘণ্টা দুই লাগবে। আমার মতো এ রকম কয়েকশ গাড়ি ফেরিতে ওঠার অপেক্ষায় রয়েছে।
জিরো পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক তারক পাল ঢাকা পোস্টকে বলেন, আজ ফরিদপুরের বিশ্ব জাকির মঞ্জিলের ওরস শেষ হয়েছে। যে কারণে ওরসফেরত গাড়ির চাপে দৌলতদিয়া ঘাটে যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া অন্যান্য গাড়ির সঙ্গে ব্যক্তিগত গাড়ির চাপও পড়েছে।
তিনি আরও বলেন, মহাসড়কে যানজট এড়াতে অপচনশীল দ্রব্যের ট্রাকগুলোকে গোয়ালন্দ মোড়ে আটকে দেওয়া হচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোটবড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে। ঘাটে গাড়ির চাপ ছিল না। আজ আটরশির ওরস শেষ হয়েছে। জুমার নামাজের পর থেকেই দৌলতদিয়া ঘাটে ওরসফেরত যানবাহনের চাপ পড়েছে। যে কারণে ঘাটে গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, দৌলতদিয়ার মোট ছয়টি ঘাটের মধ্য তিনটি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বাকি তিনটি ঘাট বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
মীর সামসুজ্জামান/আরএআর