মুন্সীগঞ্জ থেকে নৌপথে ভারত গেল ১১১ টন ঝুট
গার্মেন্টসের অব্যবহৃত কটন কাপড় (ঝুট) নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে একটি জাহাজ। শনিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর পশ্চিম মুক্তারপুর সামিট অ্যালায়েন্স বন্দর থেকে ইয়া রাজ্জাক নামের জাহাজটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায়। ১১১ টন ঝুট নিয়ে জাহাজটি ভারতের আসামের ধুবরী বন্দরে যাবে।
মোক্তার হোসেন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান এসব ঝুট রপ্তানি করছে বলে জানা গেছে। জাহাজটি ৬৫০ কিলোমটার দূরত্বের গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে ৬-৭ দিন।
বিজ্ঞাপন
বিআইডব্লিউটিএ’র পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আগে খালি জাহাজ ভারতে গিয়ে পণ্য নিয়ে দেশে ফিরতো। তবে এবার প্রথমবারের মতো নৌপথে ঝুট নিয়ে ভারত যাচ্ছে। প্রথম চালানে ১১১ টন জুট রপ্তানি হচ্ছে। বছরে এক লাখ মেট্রিক টন ঝুট রপ্তানির পরিকল্পনা রয়েছে। যার বিপরীতে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, জুটতো আগে থেকেই ভারতে যাচ্ছে বলে আমি জানি। তবে করোনাকালে এ কার্যক্রম বন্ধ ছিল।
বিজ্ঞাপন
ব.ম শামীম/আরএআর