চৌদ্দগ্রাম উপজেলায় ট্রেনের ধাক্কায় ও সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রেনের ধাক্কায় ও সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিনের পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার গুণবতী ইউনিয়নের কৈতরা গ্রামের আবু মিয়ার ছেলে ইউসুফ (২০), বগুড়া সদর উপজেলার চরজপুর গ্রামের আবু তৈয়বের ছেলে মনির হোসেন (২৫) ও অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার রাতে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. খোকন।

পুলিশ জানায়, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপভ্যানের হেলপার মনির হোসেন নিহত হন।

দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চৌদ্দগ্রামের গুণবতী রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় ইউসুফ নিহত হয়েছেন। এ নিয়ে দুদিনে গুণবতী রেলস্টেশনে তিনজন নিহত হলেন।

বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া-লাটিমি রাস্তার মাথা এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (২৯) মরদেহ উদ্ধার করা হয়। সড়ক দুর্ঘটনায় ওই যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ইশতিয়াক আহমেদ/এএম