সমাবেশের অনুমতি মেলেনি বিএনপির, কার্যালয়ের সামনে অবস্থান
খুলনায় বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড়
খুলনায় বিএনপির মহাসমাবেশের অনুমতি এখনো মেলেনি। শহীদ হাদিসপার্ক, মহারাজ চত্বর, বাবরী চত্বর, শিববাড়ী মোড়, সোনালী ব্যাংক চত্বরে অনুমতি চেয়েও পায়নি বলে অভিযোগ দলের স্থানীয় নেতাদের। তবে নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অস্থায়ী মঞ্চ স্থাপনের চেষ্টা চলছে বলে জানা গেছে।
দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু জানান, একাধিকবার সমাবেশের অনুমতি চেয়েছি। সিটি মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে শহীদ হাদিস পার্কটি চাওয়া হয়েছে; তিনি সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু সহযোগিতা তো কারও পেলামই না, বরং চরম অসহযোগিতা করেছে প্রশাসন। এখনো প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তিনি।
বিজ্ঞাপন
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, মহাসমাবেশ সফলে বাকী সময়টুকুও প্রশাসনের সহযোগিতা কামনা করছি। খুলনায় সফল কর্মসূচি শুধু বিএনপির নয়, খুলনাবাসীর জন্য গৌরবের।
নগর বিএনপির সহদপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল বলেন, সমাবেশ হবে। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতারা দলীয় কার্যালয়ে পৌঁছেছেন।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় নেতাদের মধ্যে খুলনায় রয়েছেন-বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম), শামসুজ্জামান দুদু, নিতাই রায় চোধুরী ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এ ছাড়া বরিশাল সিটির মেয়র প্রার্থী অ্যাড. মো. মজিবর রহমান সরোয়ার, রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুল।
মহাসমাবেশে সভাপতিত্ব করছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে এ মহাসমাবেশের আয়োজক।
মোহাম্মদ মিলন/এসপি