যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় রুদ্রপুর থেকে এক কোটি ৭০ লাখ টাকা মূল্যের ২ কেজি ৩৩৩ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (৩১ আগস্ট) বিকেলে তাকে স্বর্ণের বারসহ আটক করা হয়। 

আটক শুকুর আলী শার্শার রুদ্রপুর গ্রামের মিয়ারাজের ছেলে। 

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, বিজিবির কাছে গোপন খবর আসে শার্শা সীমান্ত পথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তে নজরদারি বাড়িয়ে দেয়। এক পর্যায়ে সন্দেহভাজন শুকুর আলী সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাকে ধাওয়া করা হয়।

এ সময় তার শরীর তল্লাশি করে অভিনব কায়দায় কোমরে বাঁধা অবস্থায় ৯টি স্বর্ণের বার পাওয়া যায়। আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এসপি