ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার মালেক প্লাজার সামনে পাংশা প্রেস ক্লাব, জেলা রিপোর্টার্স ক্লাব ও রাজবাড়ী জেলা প্রেস ক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পাংশা প্রেস ক্লাবের সভাপতি এস এম রাসেল কবিরের সভাপতিত্বে ও পাংশা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রতন মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এটিএন বাংলা, এটিএন নিউজ ও ভোরের কাগজের রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তী, জেলা প্রেস ক্লাবের সধারণ সম্পাদক ও দৈনিক সমকালের রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, দৈনিক যায়যায়দিনের পাংশা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান, আমাদের সময়ের জেলা প্রতিনিধি সোহেল রানা, সিনিয়র সাংবাদিক এম এ জিন্নাহ, যায়যায়দিনের কালুখালী প্রতিনিধি ফজলুল হকসহ প্রমূখ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের নানাভাবে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। হয়রানি করা হচ্ছে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে। অনুসন্ধানী সাংবাদিকদের এই আইন দিয়ে বেধে রাখা হচ্ছে। তাই দ্রুত এই কালো আইন বাতিলের দাবি জানাই।

মীর সামসুজ্জামান/আরআই