রাজশাহীতে লাইভ চলাকালীন হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলাম। সোমবার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) দপ্তরের ফটকে এ ঘটনা ঘটে। 

আহত রুবেল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ক্যামেরাও ভেঙে ফেলা হয়েছে। 

হামলার শিকার বুলবুল হাবিব জানান, তারা বিএমডিএ থেকে লাইভ করছিলেন। সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল ৮টায় অফিসে আসেন না কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ৮টা ২০ মিনিটে লাইভ চলাকালে আসেন সংস্থার নির্বাহী পরিচালক আবদুর রশীদ। 

আবদুর রশীদ এসেই বলেন, ‘কার অনুমতি নিয়ে ভিডিও করা হচ্ছে?’ তিনি সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে নিজের কার্যালয়ে যান। 

এরপর কিছু কর্মচারীকে নিচে পাঠিয়ে হামলা চালানো হয়। লাইভ চলাকালেই বুলবুল হাবিব ও রুবেলকে মারধর শুরু করা হয়। ক্যামেরা ও বুম কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। পরে তারা চিকিৎসার জন্য হাসপাতালে যান। এ নিয়ে তিনি আইনত ব্যবস্থা নেবেন।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা। তারা বিএমডিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন দোষীদের শাস্তির দাবিতে। 

ফেরদৌস সিদ্দিকী/এসপি