দুর্ঘটনার পর রাস্তায় পড়ে আছেন আহতরা

নীলফামারীতে অটোরিকশায় বাসের ধাক্কায় মশিউর রহমান (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আরও অন্তত আটজন আহত হয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের কাচারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মশিউর রহমান উত্তরা ইপিজেডে সনিক বিডি লিমিটেড কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। আহতরাও উত্তরা ইপিজেডের শ্রমিক। 

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুর রউফ ঢাকা পোস্টকে জানান, সকালে কাজে যাওয়ার পথে বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

মাহমুদ আল হাসান রাফিন/আরএআর