নাটোরের লালপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে বিএনপির কর্মীরা ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিএনপির ১২ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে লালপুর উপজেলার গৌরীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালপুর উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। বিক্ষোভ সমাবেশ চলাকালে গৌরীপুর-ঈশ্বরদী সড়কে উঠলে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে বিএনপির কর্মীরা ইটপাটকেল ও পাথর ছুড়তে থাকে। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় কয়েকজন বিএনপি কর্মী আহত হন। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, বিএনপি কর্মীরা হাতে লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করছিল। হঠাৎ তারা পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর নিক্ষেপ করতে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ দুটি টিয়ারশেল নিক্ষেপ করে।

তাপস কুমার/এসপি