খুলনায় বিএনপির এক নেতা ও তার ব্যবস্থাপককে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

গুলিবিদ্ধরা হলেন, মহানগরের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও বিএল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ শাহেদ এবং তার ম্যানেজার (ব্যবস্থাপক) রফিকুল ইসলাম।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে দৌলতপুর থেকে বিএনপি নেতা রিয়াজ শাহেদ ও রফিকুল ইসলাম মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন। বিএল কলেজের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় এলে পেছনে আরেকটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাদের গুলি করে পালিয়ে যায়।

এতে রফিকুল ইসলামের পিঠে এবং শাহেদ রিয়াজের হাতে গুলি লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ দুজন খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।  

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রাতে বিএল কলেজ গেট এলাকায় রিয়াজ ও তার কর্মচারী গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো যাবে। 

মোহাম্মদ মিলন/আরএইচ