কালীগঞ্জে বিজিবি লাঠিচার্জ করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৮ নম্বর কাশিপুর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিজিবির লাঠিচার্জে চারজন আহত হয়েছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান ঢাকা পোস্টকে বলেন, বেলা ১১টার দিকে ৮ নম্বর কাশিপুর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান সজল ও আরিফুল ইসলামের সমর্থকদের মধ্যে ভোট দেওয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। 

এ সময় বিজিবি সদস্যরা লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে উভয়পক্ষের ফুল মিয়া, রওশন, মনিরুলসহ চারজন আহত হন। আহতদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোটকেন্দ্রে ম্যাজিস্ট্যাট, স্টাইকিং ফোর্স, পুলিশ মোতায়ন করা হয়েছে। ভোটগ্রহণ অব্যাহত রয়েছে।

আব্দুল্লাহ আল মামুন/এসপি