প্রতীকী ছবি

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে গালিব আয়ান (২) ও আরমান (৩) নামে দুই শিশু মারা গেছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যার মধ্যে এ দুই শিশু মৃত্যুর ঘটনা ঘটে।

শিশু গালিব আয়ান উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের বাশাউড়া গ্রামের শফিকুল ইসলাম ফয়সালের ছেলে এবং আরমান উপজেলার খলিশাউড় ইউনিয়নের চকপাড়া গ্রামের নুরুল হকের ছেলে।

পূর্বধলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

নিহত দুই শিশুর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে শিশু গালিব আয়ান বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে মারা যায়। অপরদিকে সকাল ১০টার দিকে শিশু আরমান খেলতে গিয়ে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

জিয়াউর রহমান/এমএ