আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি মো. সমীর (৪২) টাঙ্গাইল কারাগা‌রে মারা গেছেন। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) রাতে তিনি মারা যান। এ‌ই নি‌য়ে এ মামলার দুই আসামির মৃত্যু হলো।

সমীর টাঙ্গাইল পৌরসভার বিশ্বাস বেতকা এলাকার মৃত তফিজ উদ্দিনের ছেলে। তিনি ফারুক হত্যা মামলায় ২০১৫ সালের ১২ নভেম্বর থেকে টাঙ্গাইল কারাগারে ছিলেন।

শনিবার (১০ সে‌প্টেম্বর) দুপু‌রে টাঙ্গাইলের জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত পৌনে ৯টার দিকে সমীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে কারা চিকিৎসকের পরামর্শে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগজনিত সমস্যার কারণে আগেও একাধিকবার চিকিৎসা নিয়েছি‌লেন। সকা‌লে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মর‌দেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর ফারুক আহমদ হত্যা মামলার আসামি আনিসুল ইসলাম রাজা (৪২) কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ ক‌রেন। আনিসুল টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকার আমিনুল ইসলাম মোতালেবের ছেলে।

২০১৪ সালের ১৪ আগস্ট গোয়েন্দা পুলিশ আনিসুল ইসলাম রাজাকে আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় গ্রেপ্তার করে। দুই দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর আনিসুল ওই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। রাজার স্বীকারোক্তিতেই হত্যার সঙ্গে তৎকালীন সংসদ সদস্য আমানুর রহমান খান রানাসহ তার ভাইদের সম্পৃক্ততার বিষয়টি বেরিয়ে আসে।

অভিজিৎ ঘোষ/এসপি