রংপুর সদরে বাসের ধাক্কায় আসমা বেগম নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে চিকিৎসকের কাছে যাবার পথে এই দুর্ঘটনা ঘটে। 

সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার বদরগঞ্জ সড়কের লাহিড়ীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিহতের স্বামী জাকারিয়া হাবিব মামুন।

নিহত আসমা বেগম বদরগঞ্জে একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে চাকরি করতেন। তার স্বামী জাকারিয়া হাবিব মামুনও একই উপজেলায় ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন। তিনি রংপুর নগরীর ১৩ নং ওয়ার্ডের দামোদরপুরের বাসিন্দা আব্দুল হালিমের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে রংপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, সোমবার রাত ৮টার রফিকুল ইসলাম মোটরসাইকেলযোগে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে লাহিড়ীরহাটের কাছে পৌঁছলে বদরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক অন্তঃসত্ত্বা আছমা বেগমকে মৃত ঘোষণা করেন। তার স্বামী রফিকুলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ওসি। 

ফরহাদুজ্জামান ফারুক/এমএ