দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় প্রথমবারের মতো ভিড়েছে আট মিটার গভীরতার বাণিজ্যিক জাহাজ। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বন্দরের ৫ নম্বর জেটিতে পানামা পতাকাবাহী ‘এম সি সি টোকিও’ নামের জাহাজটি নোঙ্গর করে। জাহাজটিতে ৩৭৭টি কন্টেইনার রয়েছে। 

মোংলা বন্দর জেটিতে এই প্রথম ৮ মিটার ড্রাফটের জাহাজ আসলো বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নাব্যতা কম থাকায় সাত বা সাড়ে সাত মিটারের অধিক গভীর জাহাজ জেটিতে ভিড়তে পারতো না। ড্রেজিংয়ের ফলে এখন মোংলা বন্দরে আট মিটার ড্রাফটের জাহাজ আসতে পারছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, খননের ফলে কন্টেইনার নিয়ে প্রথমবারের মতো আট মিটার ড্রাফটের জাহাজ বন্দরের জেটিতে ভিড়েছে।  ৪৮ ঘণ্টার মধ্যে এই জাহাজের মালামাল খালাস করা হবে। খালাস শেষে এখান থেকে আবারও পণ্যবোঝাই করে জাহাজটি গন্তব্যে ফিরে যাবে। 

তানজীম আহমেদ/আরএআর