আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকার জান্নাতুল বাকি কবরস্থান

সাভারের আশুলিয়ায় রাতের আঁধারে কবরস্থান থেকে কবর খুঁড়ে ১৬টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঘটনাটি নিশ্চিত করেছেন আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকার জান্নাতুল বাকি কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এক দিনই নয়, বেশ কিছুদিন ধরে এতো কঙ্কাল চুরি করেছে বলে দাবি এলাকাবাসীর।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ১০টার দিকে ওই কবরস্থানে স্থানীয় নারীর মরদেহ দাফন করতে যায় এলাকাবাসী। এসময় অন্যান্য কবরের মাটি খোঁড়া দেখতে পায় তারা। কবরের পাশে গিয়ে দেখতে পায় কঙ্কাল চুরি হয়ে গেছে। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

স্থানীয় যুবক হৃদয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকা পোস্টকে বলেন, আমার চাচাতো বোন রেজিয়াকে দাফন করতে গিয়ে দেখি কঙ্কাল চুরি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া সরকার জানান, স্থানীয়দের মুখে ঘটনাটি শুনে ইউনিয়ন পরিষদ থেকে লোক পাঠানো হয়। তারা চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। পরে থানায় খবর দেওয়া হয়।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউনুস ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কঙ্কাল চুরি হয়েছে কীনা তা স্পষ্ট নয়।  

মাহিদুল মাহিদ/এমএএস