লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে বৃদ্ধ ইসমাইল মাতব্বর / ছবি : ঢাকা পোস্ট

জীবনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিলেন শতবর্ষী ইসমাইল মাতব্বর ও গোলাপি রানি ঘোস। রোববার (২৮ ফেব্রুয়ারি) চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিয়েছেন তারা।

মতলব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আব্দুল গনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বৃদ্ধ ইসমাইল মাতব্বর। তিনি বলেন, জীবনে আর ভোট দিতে পারবো কি-না জানি না। মনে হয় এই শেষ ভোট। ভোট দিতে পেরে আমার খুব ভালো লেগেছে। নাতিরা আমাকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে এসেছে। তারাই সব কিছু দেখিয়ে দিয়েছে।

অন্যদিকে মতলব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে বৃদ্ধা গোলাপি রানি ঘোস বলেন, এখন ঠিক মত চলতে পারি না। শুনেছি ইভিএমে ভোট হচ্ছে। ইভিএমে কীভাবে ভোট দেয় তা জানি না। তাই আগ্রহ নিয়ে ভোট দিতে এসেছি। বেঁচে থাকলে হয়তো আবার ভোট দিতে পারবো। 

লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে বৃদ্ধা গোলাপি রানি / ছবি : ঢাকা পোস্ট

মতলব পৌরসভার মোট ভোটার সংখ্যা ৪৮ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৪ হাজার ১০৯ জন এবং নারী ভোটার ২৪ হাজার ২৬১ জন। কেন্দ্র ২২টি এবং ভোটকক্ষ ১৩২ টি। 

এ নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আওলাদ হোসেন লিটন, বিএনপির এনামুল হক বাদল, জাতীয় পার্টির ডিএম আলাউদ্দিন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা সফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এ নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কাসেম সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় ধাপে চলতি বছরের ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় ও তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ২৯টি পৌরসভায় নির্বাচন হচ্ছে। 

চতুর্থ ধাপের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ৪৮ জন, স্বতন্ত্র ৪ জন ও একজন বিএনপির প্রার্থী বিজয়ী হয়। এ নির্বাচনে অনিয়মের অভিযোগে নরসিংদী ও শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ভোট স্থগিত করা হয়। 

তৃতীয় ধাপের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির তিনজন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন।

দ্বিতীয় ধাপের নির্বাচনে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।

প্রথম ধাপের নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুইজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন। 

শরীফুল ইসলাম/আরএআর