দ্বিগুন ভোটে ডামুড্যায় আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয়
বেসরকারিভাবে নির্বাচিত রেজাউল করিম রাজা ছৈয়াল
শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) রেজাউল করিম রাজা ছৈয়াল জগ প্রতীকে ৫ হাজার ৮৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মাস্টার কামাল উদ্দিন আহমেদ নৌকা প্রতীকে ২ হাজার ৩৭৩ ভোট পেয়েছেন।
অন্যদিকে বিএনপির প্রার্থী নাজমুল হোসেন সবুজ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৪০ ভোট। আর বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আলমগীর হোসেন মাদবর মোবাইল প্রতীকে ৬৪৮ ভোট পেয়েছেন।
বিজ্ঞাপন
রোববার (২৮ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
গত ১৪ ফ্রেব্রুয়ারি ডামুড্যা পৌরসভায় ভোটের পরিস্থিতি অনুকূলে না থাকায় ২ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। এর আগে ১৩ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার কামাল উদ্দিন আহমেদ ভোটে সহিংসতার আশঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
বিজ্ঞাপন
জেলা রিটার্নিং কর্মকর্তা জাহিদ হোসেন ঢাকা পোস্টকে জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরবচ্ছিন্ন করার লক্ষ্যে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছিল।
ডামুড্যা পৌরসভার মোট ভোটার ১২ হাজার ২৫৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ৯ হাজার ৫৮০টি। মোট কেন্দ্র ৯টি। নির্বাচনে চারজন মেয়র প্রার্থী, নয়টি ওয়ার্ডে ২৫ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় ধাপে চলতি বছরের ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় ও তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ২৯টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
চতুর্থ ধাপের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ৪৮ জন, স্বতন্ত্র ৪ জন ও একজন বিএনপির প্রার্থী বিজয়ী হয়। এ নির্বাচনে অনিয়মের অভিযোগে নরসিংদী ও শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ভোট স্থগিত করা হয়।
তৃতীয় ধাপের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির তিনজন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন।
দ্বিতীয় ধাপের নির্বাচনে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।
প্রথম ধাপের নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুইজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর