লালমনিরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

লালমনিরহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভুলবশত কোনো বাংলাদেশি ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে বিজিবির নিকট হস্তান্তরের আশ্বাস দিয়েছে বিএসএফ। 

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলার ঝাউরানী এলাকার ৯১২/৩-এস পিলার থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে সিঁতাই নামক স্থানে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। লালমনিরহাট ১৫ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

বৈঠকে বিজিবির ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন লে. কর্নেল এস এম তৌহিদুল আলম। বিএসএফের ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কমান্ড্যান্ট শ্রী অভিনাশ রঞ্জন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে মাদকদ্রব্য, গবাদি পশু, নারী ও শিশু পাচার রোধসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ, সীমান্তে শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে এক সারি বিশিষ্ট কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্তের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকে আলোচনা হয়। এ ছাড়াও সীমান্তবর্তী বাংলাদেশি জনসাধারণের ওপর চোরাচালান প্রতিরোধের উদ্দেশ্যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার ব্যাপারে বিজিবির প্রতিনিধি দল বিএসএফকে অনুরোধ করে।

লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিজিবের সঙ্গে বিএসএফের সৌজন্য সাক্ষাতসহ সুষ্ঠুভাবে পতাকা বৈঠক শেষ হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন যে, ভুলবশত কোনো বাংলাদেশি ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে বিজিবির নিকট হস্তান্তর করবেন।

নিয়াজ আহমেদ সিপন/আরএআর