সিলেটে পরিবহন ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি
পরিবহন ধর্মঘটে বাস চলাচল বন্ধ রয়েছে
সিলেটে পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে নগরের ভেতরে চলাচলকারী যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ' এর আহ্বানে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকে সিলেটের কদমতলী বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছাড়েনি৷ একইভাবে কুমারগাও বাসস্ট্যান্ড থেকেও কোনো বাস ছাড়েনি।
বিজ্ঞাপন
আগে থেকেই ধর্মঘটের ঘোষণা দেয়াতে বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় তেমন ছিল না। তবে নগরের ভেতরে চলাচলকারী যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ধর্মঘটের সমর্থন জানিয়ে সিলেটের তেমুখি, চন্ডিপুল, তেলিবাজার ও কদমতলীতে অবস্থান নিয়েছে শ্রমিকরা। তারা সেখানে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল করছে।
এনা বাস কাউন্টারের ম্যানেজার শফিক আহমদ ঢাকাপোস্ট.কমকে বলেন, আমাদের সব বাস বন্ধ রেখেছি। ধর্মঘট শেষ হলে বাস চলবে।
বিজ্ঞাপন
সিলেট জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ ঢাকাপোস্ট.কমকে বলেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী সিলেটে সকল ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে কোনো বাস সিলেট ছেড়ে যায়নি বা প্রবেশ করেনি। তবে কেউ বাস চালাতে চাইলে আমরা বাধা দিব না।
এদিকে সিলেট নগরে ধর্মঘটের কারণে বেশিরভাগ সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ছিল। তবে নগরের আম্বরখানা, মদিনামার্কেট, কোর্ট পয়েন্ট এলাকায় কিছু অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। এছাড়া পুরো নগরে লেগুনা চলাচল করতে দেখা গেছে। ধর্মঘটের অজুহাতে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করেছেন রিকশা চালকেরা।
নগরের দাড়িয়াপাড়া এলাকার তানভীর আহমদ ঢাকাপোস্ট.কমকে বলেন, অটোরিকশা বন্ধ থাকায় রিকশা চালকেরা দ্বিগুণ ভাড়া দাবি করছেন। বাধ্য হয়েই তাদের অতিরিক্তি ভাড়া দিতে হচ্ছে।
বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক গোলাম হাদী ছয়ফুল ঢাকা পোস্ট.কমকে বলেন, সিলেটে পাথর কোয়ারি বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেছে। পাথর কোয়ারি বন্ধ থাকায় ট্রাক চালক ও পরিবহন শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করছি। আমাদের দাবি না মানলে ২৭ তারিখ থেকে লাগাতার কর্মসূচি পালন করব আমরা।
গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সিলেটের পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয় ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’।
এসপি