দুই শিশুর মারামারি নিয়ে যুবক খুন
ফাইল ছবি
টাঙ্গাইলের ধনবাড়িতে তুচ্ছ ঘটনায় মনির হোসেন (৩২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার বলিভদ্র ইউনিয়নের পাঁচপটল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন ওই গ্রামের মৃত হাজের আলীর ছেলে।
বিজ্ঞাপন
বলিভদ্র ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ সুরুজ্জামান মিন্টু জানান, দুপুরে ওই গ্রামের এক শিশুকে অপর এক শিশু চড়থাপ্পড় মারে। বিষয়টি নিয়ে দুই পরিবারের মাঝে ঝগড়া হয়। পরে বিকেলে এ নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারি লেগে যায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মনির নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা।
ধনবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া জানান, দুই পক্ষের মধ্যে মারামারির সময় ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামালার প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
আরএআর