৩ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু
ফাইল ছবি
তিন ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে ভোর ৬টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল। এতে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে শতাধিক পরিবহন।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে কুয়াশার মাত্রা বেড়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলে সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু করে। কুয়াশায় মাঝ পদ্মায় আটকে থাকা ফেরিগুলো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
বিজ্ঞাপন
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো.সালাহউদ্দিন আহমেদ বলেন, কুয়াশার কারণে সকালে ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল ৯টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করে। আশা করি, কয়েক ঘণ্টার মধ্যে পরিবহন পারাপার সম্পূর্ণ হবে।
এসপি
বিজ্ঞাপন