ময়মনসিংহের সঙ্গে ভৈরব-নেত্রকোণা রেল যোগাযোগ সচল
বলাকা কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ময়মসিংহের সঙ্গে ভৈরব-নেত্রকোণা ও জারিয়া রুটে রেল যোগাযোগ সচল হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে নগরীর পালপাড়া বলাশপুর এলাকায় বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। খবর পেয়ে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। এরপর বিকেল ৪টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন ছেড়ে যায়।
বিজ্ঞাপন
ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর পৌনে ২টার দিকে নগরীর পালপাড়া বলাশপুর জারিয়া থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের এসএলআর (মালবাহী-যাত্রীবাহী) বগি লাইনচ্যুত হয়। এতে ময়মসিংহের সঙ্গে ভৈরব-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় রেল যোগাযোগ সচল হয়।
উবায়দুল হক/এমএএস
বিজ্ঞাপন