আবু নাঈম মো. বাশার

সিংগাইর পৌরসভায় ১৪ হাজার ৩২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আবু নাঈম মো. বাশার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খোরশেদ আলম ভূঁইয়া ১ হাজার ৭১৯ ভোট পেয়েছেন।

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।

মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সিংগাইর পৌর নির্বাচনে ১১ কেন্দ্রে মোট ২২ হাজার ৬৮৫ ভোটারের মধ্যে ১৬ হাজার ৪২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তিনি আরও বলেন, প্রার্থীরা ভোটগ্রহণ নিয়ে কোনো অভিযোগ করেননি। প্রতি কেন্দ্রেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১১ কেন্দ্রে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবির সাথে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১১ জন প্রিসাইডিং অফিসার, ৬৭ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১৩৪ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৪ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে চলতি বছরের ১৬ জানুয়ারি ৬১ ও তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ হয়। এরপর ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৫৫ পৌরসভায় নির্বাচন হয়। রোববার (২৮ ফেব্রুয়ারি) পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হলো।

চতুর্থ ধাপের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ৪৮ জন, স্বতন্ত্র চার ও একজন বিএনপির প্রার্থী বিজয়ী হন। তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির তিন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন।

দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চার, জাতীয় পার্টির একজন, জাসদের এক ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন। প্রথম ধাপে আওয়ামী লীগের ১৮ জন, বিএনপির দুই এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।

সোহেল হোসেন/এমএসআর