নৌকা প্রতীকের আমজাদ হোসেন বাচ্চু

নরসিংদীতে গত ১৪ ফেব্রুয়ারির চতুর্থ ধাপের নির্বাচনে স্থগিত হওয়া চার কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে রোববার (২৮ ফেব্রুয়ারি)। এতে ২২শ ৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে পৌরপিতা নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের আমজাদ হোসেন বাচ্চু। এ তথ্য নিশ্চিত করেছে জেলা নির্বাচন অফিস।

নির্বাচন কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে নরসিংদী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন ভোটকেন্দ্রে হামলা, ব্যালট ছিনতাই ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩টি কেন্দ্র এবং বৌয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রসহ মোট চারটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে রোববার (২৮ ফেব্রুয়ারি) পুনরায় এই চার কেন্দ্রে পুন:নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে ৯ হাজার ১৩৭টি ভোটের বিপরীতে ৪ জন মেয়র প্রার্থী, ৯ জন কাউন্সিলর এবং ৫ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন। 

নৌকা প্রতীকে নির্বাচন করা আমজাদ হোসেন বাচ্চু পেয়েছেন ৩ হাজার২২২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীক নিয়ে এসএম কাইয়ুম পেয়েছেন ২ হাজার ১৯৪ ভোট। ধানের শীষ প্রতীকে হারুনুর রশীদ হারুন পেয়েছে ১৭ ভোট এবং হাতপাখা মার্কায় নির্বাচন করে ৩১ ভোট পেয়েছেন আসাদুল হক। 

১৪ ও ২৮ ফেব্রুয়ারি দুইদিনের ভোটের ফলাফল বিশ্লেষণ করলে নৌকার প্রার্থী আমজাদ হোসেন বাচ্চুর মোট ভোট ২১ হাজার ৭৬৮ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল ফোন প্রতীকে এসএম কাইয়ুম পেয়েছেন ১৯ হাজার ৫৬৪ ভোট। এখানে নৌকা এগিয়ে আছেন ২২০৪ ভোটে।

এবারের নির্বাচনের মোট ভোট ছিল ৯৯ হাজার ৪৫৪টি। এরমধ্যে মোট ভোট প্রদান করা হয়েছে ৫৪ হাজার ৯৯টি।  ১ হাজার ৫শ ৪৪টি ভোট বাতিল হওয়ায় মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ৫২ হাজার ৫শ ৫৫টি। 

এদিকে আজ রোববার বিকেলে নরসিংদী পৌরসভা নির্বাচনের ফলাফল গেজেটভুক্ত না করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ৬টি ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাইসহ নানা অনিয়মের অভিযোগে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী এস এম কাইয়ুমের একটি রিট পিটিশনের প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ দেন হাইকোর্ট ডিভিশনের বেঞ্চের বিচারক মো. মুজিবুর রহমান মিয়া ও মো. কামরুল হোসেন মোল্লা। একই সঙ্গে উচ্চ আদালত নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছে কেন ওই ৬টি ভোটকেন্দ্রে পুনরায় নির্বাচন হবে না? ওই ৬টি ভোটকেন্দ্র হলো- বাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাউছিয়া পেশোয়ারি মাদ্রাসা, কামারগাও মডেল স্কুল, মীর এমদাদ উচ্চ বিদ্যালয়, ভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয়। 

এ বিষয়ে নরসিংদী পৌরসভা রিটার্নিং কর্মকর্তা কমল কুমার ঘোষ বলেন, এবার কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে ১৪ তারিখের পর ২৮ ফেব্রুয়ারি চারটি কেন্দ্রে আবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবমিলিয়ে নৌকা ২২শ ৪ ভোটে এগিয়ে আছে বলে আমরা বেসরকারিভাবে নৌকা প্রতীকে নির্বাচন করা আমজাদ হোসেন বাচ্চুকে বিজয়ী ঘোষণা করছি। 

উচ্চ আদালতের কোনো নির্দেশ পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী কর্তৃক অ্যাডভোকেট নোটিস পেয়েছি। এটা আমরা নির্বাচন কমিশনারের কার্যালয়ে পাঠাব। আর উচ্চ আদালতের নির্দেশ অবশ্যই মানতে হবে। সেখানকার যেকোনো সিদ্ধান্তের প্রতি আমাদের আনুগত্য থাকবে। 

রাকিবুল ইসলাম/এইচকে