ময়মনসিংহে নারী উদ্যোক্তা মেলা
উদ্যোক্তা ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে ময়মনসিংহে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে ময়মনসিংহ ই-কমার্স কার্ট আয়োজিত এ মেলার নাম দেওয়া হয়েছে ‘ম্যাক শুভ্র নীল মেলা’।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।
বিজ্ঞাপন
এ সময় নারী উদ্যোক্তাদের সংগঠন ময়মনসিংহ ই-কমার্স কার্টের (ম্যাক) প্রতিষ্ঠাতা সাদিয়া আফরিন লুনা উপস্থিত ছিলেন। পরে তারা মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য সম্পর্কে খোঁজখবর নেন।
মেয়র ইকরামুল হক টিটু বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার। যার ফলশ্রুতিতে বর্তমানে সরকারি-বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানেই নারীরা গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছেন। নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা যোগাতে এবং নিজেদের তৈরি পণ্যের প্রসার ঘটাতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
ময়মনসিংহ ই-কমার্স কার্টের (ম্যাক) প্রতিষ্ঠাতা সাদিয়া আফরিন লুনা বলেন, নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতেই ধারাবাহিক এই আয়োজন। এটি আমাদের দ্বিতীয় আয়োজন। এবারের মেলায় প্রায় ৫০ জন নারী উদ্যোক্তার ৩৫টি স্টল বসেছে। আগামীতে আরও বড় পরিসরে এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
উবায়দুল হক/আরএআর