কুষ্টিয়ার মিরপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে পারাপার হতে গিয়ে বালুবোঝাই একটি ট্রলি আটকে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার পথচারী। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া-কাদেরপুর এলাকার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের প্রধান খালের ওপর নির্মিত ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঝুঁকিপূর্ণ এই ব্রিজ দিয়ে প্রতিদিন শত শত ছোট যানবাহন এবং আশপাশের গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করছে। কয়েক বছর ধরে ব্রিজটি ভেঙে পড়ে রয়েছে। বিভিন্ন অংশে স্ল্যাব ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। তবে আজ সকালে বালুবোঝাই ট্রলি পারাপারের সময় আটকে যাওয়ায় যোগাযোগ একেবারে বন্ধ রয়েছে।

ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন বলেন, ঝুঁকিপূর্ণ ব্রিজে বিভিন্ন সময় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ব্রিজ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে। নতুন ব্রিজটি নির্মাণ হলে হাজারো মানুষের দীর্ঘ দিনের দুর্ভোগ দূর হবে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জানানো হয়েছে। তারা দ্রুতই ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, বিষয়টি আমার নজরে ছিল না। খোঁজ-খবর নিয়ে দ্রুতই ব্রিজ নির্মাণের চেষ্টা করা হবে।

রাজু আহমেদ/এসপি