রংপুরে পতাকা র‌্যালি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ

ঐতিহাসিক অগ্নিঝরা মার্চ'৭১ স্মরণে রংপুরে পতাকা র‌্যালি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। র‌্যালি থেকে সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে যেতে জাতীয় জাগরণের আহ্বান জানানো হয়।

সোমবার (১ মার্চ) বিকেলে জাতীয় ও দলীয় পতাকা হাতে রংপুর জিলা স্কুল মোড় হতে র‌্যালিটি বের করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সিঙ্গার গলি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন সমাবেশে মিলিত হন জেলা ও মহানগর জাসদের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, মহান স্বাধীনতা আন্দোলনে ১৯৭১ সালের মার্চ আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ। এ মাসের প্রতিটি দিন বাঙালির জন্য স্মরণীয়। কিন্তু স্বাধীনতা বিরোধীশক্তির অপচেষ্টায় বার বার ইতিহাস বিকৃত হয়েছে। এ কারণে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। স্বাধীনতার ঐতিহাসিক অগ্নিঝরা মার্চের ইতিহাস জানাতে হবে।

নেতৃবৃন্দ বলেন, একটি পতাকা জাতির আত্মপরিচয়ের অন্যতম প্রতীক। সেই লাল-সুবজের পতাকা এই মার্চেই উত্তোলন করা হয়েছিল। পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করার সেই ঘটনা ঐতিহাসিক। মার্চে অকুতোভয় বাঙালি জাতি স্বাধীনতার পতাকা উত্তোলনের মাধ্যমে পাকিস্তানি শাসকগোষ্ঠীকে চূড়ান্ত সংগ্রামের বার্তা দিয়েছিল।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর জেলা জাসদের সভাপতি  সাখাওয়াত হোসেন রাঙ্গা, সাধারণ সম্পাদক শ্রী কুমারেশ চন্দ্র রায়, মহানগর জাসদের সভাপতি সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা কমিটির সভাপতি ওসমান গণি শুভ্র, সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রামানিক, কারমাইকেল কলেজ শাখার সভাপতি এহতেশাম জেমি, রংপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ ফয়সাল প্রমুখ।

ফরহাদুজ্জামান ফারুক/এমএএস