তাদের কাজ ছিল কৃত্রিম ভিড় তৈরি করা
ময়মনসিংহে নারী ছিনতাইকারি চক্রের গ্রেপ্তারকৃত সাত সদস্য
ময়মনসিংহে নারী ছিনতাইকারি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (১ মার্চ) পৃথক অভিযানে ছয় নারী ও এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দশটি স্বর্ণের চেইন ও ছিনতাইকাজে ব্যবহৃত বিশেষ কাটার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাসিমা বেগম (২২), নিহার বেগম (২৫), শিল্পী বেগম (২৫), পাপিয়া আক্তার (২৭) মনোয়ারা বেগম (৪৫), সুরাইয়া বেগম (৪১) ও মো. রাশেদ মিয়া (২৫)।
বিজ্ঞাপন
সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করে বলেন, চক্রটি শম্ভুগঞ্জ এলাকায় বাসা ভাড়া নিয়ে অন্তত তিন মাস ধরে নগরীতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছিল।
সোমবার সকালে পাঁচজনকে ও দুপুরে নগরীর রেলস্টেশন এলাকায় জামালপুরের ইসলামপুর কলেজের এক শিক্ষিকার ৫ বয়সী মেয়ের স্বর্ণের চেইন ছিনতাই করতে গিয়ে হাতে নাতে আটক হয় পাপিয়া ও শিল্পিকে। তাদের বাড়ি নান্দাইলের চরশ্রীরামপুর এলাকায়। বাকিদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকায়।
বিজ্ঞাপন
জনসমাগম বেশি এমন স্থানকে টার্গেট করে অপতৎপরতা চালাচ্ছিল চক্রটি। এমন তথ্য জানিয়ে ডিবির ওসি আরও বলেন, চক্রটি দীর্ঘদিন থেকে শহরের বিভিন্নস্থানে জনবহুল এলাকায় কৃত্রিম ভিড় তৈরি করে যাত্রী সেজে যাত্রীদের গলায় থাকা স্বর্ণের চেইন বিশেষ পদ্ধতিতে কেটে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। তাদের বিরুদ্ধে মামলা শেষে মঙ্গলবার (২ মার্চ) আদালতে পাঠানো হবে।
উবায়দুল হক/এমএএস