ইলিয়াস মুন্সি

খুলনায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইলিয়াস মুন্সি (৫০) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর ফুলবাড়ীগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শহিদুল্লাহ নামের অপর এক কাঁচামাল ব্যবসায়ী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানায়, খুলনা মহানগরীর শিরোমনি থেকে সিএনজিতে করে দৌলতপুরে ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন কাঁচামাল ব্যবসায়ী ইলিয়াস মুন্সি। সিএনজিটি খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট মোদাচ্ছের মার্কেটের সামনে এলে শিরোমনিগামী একটি ট্রাক ধাক্কা দেয়।
এ সময় তিনি ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খানজাহান আলী থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, ইলিয়াস মুন্সির মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, নিহত ইলিয়াস মুন্সি শিরোমনি এলাকায় বসবাস করেন। শিরোমনি বাজারে তিনি কাঁচামালের ব্যবসা করতেন। রাতে দৌলতপুরে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে তার মৃত্যু হয়।

মোহাম্মদ মিলন/এনএ