কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ভ্যানচালক বাবার মেয়ে মিম আক্তার এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হয়েছেন। ভ্যানচালক বাবা বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা নিয়ে তাকে ভর্তি করেছেন। তবে আগামী দিনগুলো কিভাবে পার করবেন এমনই আশঙ্কায় দিন কাটছে তাদের।

মিম আক্তার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামের ডালিম শেখের মেয়ে। বাবা পেশায় একজন ভ্যানচালক।

মিম আক্তার জানায়, শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেছে।  চার ভাই-বোনের মধ্যে তিনি মেজ। ছোটবেলা থেকেই বহু কষ্ট করে লেখাপড়া করছেন। বাবা ভ্যান চালিয়ে যা আয় করেন, তা সংসার চালাতেই শেষ হয়ে যায়। অনেকবারই অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

মিম আক্তারের বাবা ভ্যানচালক ডালিম শেখ বলেন, মেয়েটা ছোটকাল থেকেই মেধাবী। অভাবের সংসারে অনেক কষ্ট করে মেয়েটা লেখাপড়া চালিয়ে যাচ্ছে। ভার্সিটিতে ধার-দেনা করে ভর্তি করেছি। কিন্তু আগামী দিনগুলো কীভাবে তার খরচ চালাবো কোনোভাবেই তার হিসাব মেলাতে পারছি না। কিছু দিন আগে ভ্যানের চারটি ব্যাটারি নষ্ট হয়ে গেলে এলাকার কয়েকজনের কাছ থেকে ধার করে এবং এনজিও থেকে ঋণ নিয়ে ব্যাটারি কিনে লাগিয়েছি।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, মেয়েটির পড়ালেখা চালিয়ে যেতে সার্বিক সহযোগিতা করা হবে।

রাজু আহমেদ/এসপি