যশোরে কর্মবিরতি প্রত্যাহারের সমঝোতা বৈঠকের আগে পৌর পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ

বাসাবাড়ির বর্জ্য সংগ্রহে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কার্যক্রম বন্ধ ও আন্দোলনরত শ্রমিকদের মজুরি কর্তন না করার শর্তে যশোর পৌরসভা পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে যশোর পৌরসভার প্যানেল মেয়র-৩ হাবিবুর রহমান চাকলাদার মনির সঙ্গে আলোচনা শেষে সমঝোতার ভিত্তিতে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

সমঝোতা সভায় উপস্থিত ছিলেন যশোর সচিব আজমল হোসেন, নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান, পৌরসভার কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, শ্রমিকদের পক্ষে ইউনিয়নের সভাপতি মতি লাল হরিজন, সহসভপতি মন্টু হরিজন, সাধারণ সম্পাদক কমল বিশ্বাস, সহসম্পাদক হিরণ লাল সরকার ও হরিজন ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা বিষ্ণু হরিজন প্রমুখ।

সমঝোতা বৈঠকের আগে শহরের লালদীঘি পাড় থেকে মিছিল বের হয়। মিছিলটি রেলবাজার হয়ে পৌরসভায় গিয়ে পৌঁছায়।

রেলবাজারে পথসভায় বক্তব্য রাখেন হরিজন ঐক্যপরিষদের কেন্দ্রীয় নেতা বিষ্ণু হরিজন ও ইউনিয়নের সভাপতি মতিলাল হরিজন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক কমল বিশ্বাস।

বাসাবাড়িতে বর্জ্য সংগ্রহকারী ভ্যানচালক (বাঁশিওয়ালা) কাজে এনজিওদের অপতৎপরতা বন্ধ, পরিচ্ছন্নতা শ্রমিকদের নিয়মানুযায়ী মজুরি প্রদানসহ বিভিন্ন দাবিতে ১৬ ডিসেম্বর থেকে কর্মবিরতি পালন করে আসছে তারা।

এমএসআর