বাগাতিপাড়ায় ৩ ঘণ্টায় ভোট শেষ
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় জেলা পরিষদ নির্বাচনে ৩ ঘণ্টায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দুপুর ১২টার আগেই উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ৮১ জন। যার মধ্যে ৮০টি ভোট দুপুর ১২টার মধ্যেই দেওয়া হয়েছে। একজন ভোটার মারা গেছেন।
বিজ্ঞাপন
তাপস কুমার/এসপি
বিজ্ঞাপন