চাঁদপুরের মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চালানোর সময় নৌ-পুলিশের ওপর হামলা করেছে জেলেরা। এ সময় পাঁচ পুলিশসহ ১০ জেলে আহত হয়েছেন। রোববার (১৬ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার লক্ষ্মীরচর এলাকায়  এ ঘটনা ঘটে।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি জানান, প্রতিদিনের মতো রোববার রাতে চাঁদপুরের পদ্মা-মেঘনায় নৌ-পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছিল। 
এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা জালের ইটের চাক্কি মারা শুরু করে। এতে আহত হয় ৫ পুলিশ সদস্য। তাদের চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পাঁচ জেলেকে আটক হয়েছে।

আনোয়ারুল হক/এসপি